গাজীপুরে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১,গুরুতর আহত-১ 193 0
গাজীপুরে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১,গুরুতর আহত-১
আলমগীর কবীর:
গাজীপুর মহানগরে ঢাকা- ময়মনসিংহ সড়কের বোর্ডবাজারস্থ সুলতান জেনারেল হাসপাতাল সংলগ্ন এনা কাউন্টারের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ইভান চৌধুরী (৩০) নামের এক ব্যক্তি অপরজন গুরুতর আহত অবস্থায় সুলতান জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডলার চৌধুরী(৩৪)
জিএমপি'র গাছা থানার সাফায়েত হোসেন উপ-পুলিশ পরিদর্শক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,শনিবার ৯জানুয়ারী২০২১ইং রাত আনুমানিক ১১.২০ মিনিটে ডলার চৌধুরী(৩৪) ও ইভান চৌধুরী (৩০) দুজন মটর সাইকেল আরোহী ময়মনসিংহ থেকে বর্তমান বাসা, ঢাকার যাত্রাবাড়ী শনির আখড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।বোর্ডবাজার এনা কাউন্টারের সামনে মটর সাইকেল টি আসলে পিছন থেকে আসা অজ্ঞাত ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলের চাচাতো ভাই ইভান চৌধুরী(৩০) নিহত হন ।
নিহত ইভানের লাশ উদ্ধার করে গাছা থানায় নিয়ে যায় পুলিশ ।দুর্ঘটনা ঘটিয়ে অজ্ঞাত ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে ড্রাইভার,হেলপার কাউকে পাওয়া যায়নি । অপর আরোহী ডলার চৌধুরী(৩৪) ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। জানা যায়,দুর্ঘটনায় কবলিত দুজনের গ্রামের বাড়ী মুন্সীগন্জ জেলার সিরাজদিখান উপজেলার রাঁধানগর বাজার এলাকায়।